যে ভুল টিম ভেঙ্গে যাওয়ার কারণ – Assesment Strategy

টীম নিয়ে কাজ করতে হুঁচট খায়নি এমন ফ্রীল্যান্সার অনেক কম।

ক্লায়েন্টের পরিমাণ বেড়ে গেলে কাজ করতে বিরক্ত লাগে তখন আমাদের একটি টীম অনেক গুরুত্বপূর্ণ।

কিন্তু ফ্রীল্যান্সারদের আগে জব এক্সপেরিয়েন্স না থাকার কারণে প্রফেশনাল টিম তৈরিতে ব্যর্থ হয়।

যদি আপনি টিম তৈরি করে আপনার ক্লায়েন্টের কাজ ডিলিগেট করে কাজের পরিমাণ কমাতে না পারেন তাহলে আপনি একসময় কাজ করতে করতে হাঁপিয়ে যাবেন, কাজ করতে বিরক্ত লাগবে এটাই স্বাভাবিক।

তাহলে কীভাবে একজন বিজনেস ম্যান হিসেবে টিম তৈরি করবেন?

আজকের পোস্টে আমাদের মারাত্মক ভুল সম্পর্কে জানবো আর সেটা হচ্ছে ভেরিফাই না করে হায়ার করা।

আমরা অনেকেই ক্লায়েন্টের প্রেশারে সরাসরি ফ্রীল্যান্সার হায়ার করে ফেলি আর তখন কাজের কুয়ালিটি ভালো না হলে আমরা হতাশ হয়ে যাই।

আপনার এমন হয়?

এই ভয়ে আমরা মনে করি ভালো ফ্রীল্যান্সার পাওয়া সম্ভব না। কখনই সরাসরি ফ্রীল্যান্সার হায়ার করতে হয়না, এইটাই ভুল।

আগে একটা ফ্রীল্যান্সারকে টেস্ট করতে হয় তারপর তাকে বড় কাজ দিতে হয়।

এইটাকে এসেসমেন্ট বলে যেটা দুনিয়ার যেকোনো কোম্পানি Employee রিক্রুইটমেন্টের সময় করে থাকে।

যেহেতু আপনি একজন ফ্রীল্যান্সার তাই কোম্পানি স্টাইলে এসেসমেন্ট করাটা সম্ভব নয়।

তাই এর ফ্রীল্যান্সিং প্রসেস হচ্ছে তাকে দিয়ে প্রথমে ক্লায়েন্টের ছোট ছোট কাজ গুলো করাতে পারেন।

ধরুন যেকোনো কাজের ছোট ছোট সমস্যাগুলো তাকে দিয়ে ফিক্স করান।

ফিক্স করার সময় আপনি এসেসমেন্টের তিনটি জিনিষ পর্যবেক্ষণ করবেন:

  • সমস্যাগুলো ফিক্স করতে তার কতটুকু সময় নিচ্ছে তারমানে সে কতটুকু Puncual তা লক্ষ্য রাখুন, যা তার মেচিউরিটি নির্ধারণ করবে
  • ফিক্স করার সময় তার কাজে আপনাকে নিজের সশরীরে কতটুকু সময় দিতে হয়, যদি তার কাজে আপনাকেই সবকিছু দেখিয়ে দিতে হয় তাহলে ওই টিম মেম্বার আপনার জন্য না
  • কাজ করা শেষ হলে তার সাথে কথা বলবেন এবং তার থেকে শিখার চেষ্টা করবেন যে সে কীভাবে কাজগুলো করেছে, যেখানে তার কাজ করার স্টাইল, প্ল্যানিং এবং একজিকিউশন টা নজর দিবেন

 

এই তিনটি জিনিষ একজন টিম মেম্বারের প্রথম কুয়ালিফিকেশন যা না থাকলে সে জতবড় কুতুবই হউক না কেনো তার কোন ভ্যালু নেই।

সবসময় ছোট ছোট কাজ অন্য ফ্রীল্যান্সারের জন্য রেখে দিবেন এবং স্বল্প টাকা দিয়ে তাকে এসেস করবেন তাতে আপনার ক্লায়েন্টের কাজেও ক্ষতি হবেনা এবং আপনি আস্তে আস্তে ভালো ভালো টিম মেম্বার খুঁজে পাবেন।

লয়াল টিম মেম্বার আপনাকে ভবিষ্যতে কতটুকু শান্তি দিতে পারে তা আপনি একটি ভালো টীম থাকলেই বুঝা যায়।

Marketplace Warrior এর High Ticket Business Model এর প্যাকেজে টিম কীভাবে সঠিক প্রসেস দ্বারা তৈরি করবেন তার কমপ্লিট গাইড এবং Supply chain তৈরি করে নিজের বিজনেসকে গ্রো করবেন তার সম্পূর্ণ লাইভ সেশন এবং প্রেক্টিক্যাল স্ট্রেটেজি দেখানো হবে।

Prince Chowdhury

Started Freelancing Career since 2012 and Converted as an Entrepreneur, Business Coach & Marketing Strategy Enthusiast
Join Our Community:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Popular post