7 ডেইজ এবং হান্ড্রেড ডলার প্রজেক্ট এর বিস্তারিত

চিন্তা করেছিলাম যে 7 দিনে শেষ করে দিব কিন্তু চিন্তা করলাম না, করলে এমন কিছু করবো যা আগে কখনো হয়নি।

শুধুমাত্র যদি আপনার যোগ্যতা অথবা কোন একটা স্কিল থাকে তাহলে আপনি এই কোচিং সেশনে এড হতে পারেন আর এই সেশনটি হবে আপনার লাইফের টার্নিং পয়েন্ট।

যার স্কিল নেই তার জন্য এই সিস্টেম নয় আর এই সিস্টেম এর মূল বিষয় হচ্ছে আপনাকে আমি কোচিং করিয়ে নিজে হাতে ধরে বিভিন্ন বিষয়ে শেখানোর এবং বুঝাতে চেষ্টা করব যে কিভাবে নিজের একটি বিজনেস গ্রো করা উচিত।

আমার জীবনের যত টুকু অভিজ্ঞতা আছে একটা মার্কেটপ্লেসে নিজেকে সফল করার তার সবগুলো এক্সপেরিয়েন্স আমি কোচিং সেকশন এ ঢেলে দেওয়ার চেষ্টা করব।

কোচিং সেশন টি হবে টোটাল ১২ টা স্টেপে – আর ১২ স্টেপের থাকবে এগারোটা বিগেস্ট অ্যান্ড হার্ডেস্ট চ্যালেঞ্জ।

প্রথমে জেনে নিন কি স্টেপ আছে:

১) Skill-based Grouping to run the whole journey.

2) Categorize them into specific gigs.

3) student research assignment to discover new tricks and techniques for improvement.

4) every 3 days posting a complete research

5) 3 months and every week group meeting discussion about the research and exchange the knowledge between other group members.

6) an actionable task based on the research and getting instruction by Prince Chowdhury.

7) after every 15 days we will do zoom meeting to organize the system and solve the problem of each group.

8) secret group will have Facebook live and it will run for 3 months every 30 days.

9) every class will have a specific assignment for the group.

10) get the course recording after the class taken.

11) 3 big assignment and Test

12) RESULT + BENFIT

Benefits:

Enlisted freelancer in humans engine and get jobs from other expert freelancers.

Special group creation for grow up the income.

Final stage:

Every qualified freelancer will get coaching program of kingdom plan.

ফাইনাল স্টেজ দেখে হয়তোবা আপনি কনফিউজ যে এইটাতে কী হতে যাচ্ছে, এই স্টেজ ব্যাখ্যা করার আগে আপনাকে প্রথমে অনেক জিনিস বুঝতে হবে।

প্রথমত ৭ দিনের কাজ টা হতে পারে তিন মাসের একটা দীর্ঘ কম্পিটিশন, আর এই কম্পিটিশন টা তিন মাসে যাবে শুধু মাত্র আপনাকে যেভাবে বলা হবে ঠিক সেইভাবে যদি সবকিছু কমপ্লিট করেন।

আর যদি খাম খেয়ালী করেন তাহলে এইটা ৭ দিনেই শেষ

তবে ৭ দিনে যা দিবো তাও যদি ভালোভাবে করেন তাহলেও মনে হয়না অনলাইনে নিজের স্কিলকে কাজে লাগাতে আর দেরি হবে।

নাইড়া প্যাচাল না পেরে আসল মুদ্দাতে আসি।

প্ল্যানিং টা তিনভাগে ভাগ করা হয়েছে:

প্রথম ভাগ হচ্ছে অনলাইন রেকর্ডিং কোর্স

দ্বিতীয় ভাগ হচ্ছে কোচিং প্রোগ্রাম

তৃতীয় ভাগ হচ্ছে ৬ মাসের ভিআইপি ক্লাব মেম্বারশিপ

যারা কোচিং প্রোগ্রামে জয়েন করবেন তারা অনলাইন রেকর্ডিং কোর্সটা বোনাস পাবেন।

আর যারা শুধু অনলাইন কোর্স করবেন তারা ভিআইপি মেম্বারশিপ ক্লাবেও জয়েন করতে পারবেন।

এখন কথা হচ্ছে কোনটা কি ধরনের সুবিধা থাকবে?

অনলাইন কোর্স:

অনলাইন কোর্স থাকবে সম্পূর্ণ জিরো থেকে নিজের প্রোফাইল বিল্ডআপ করে যেভাবে একটি শক্তিশালী প্রোফাইল এবং ফাইবার গিগ তৈরি করতে পারবেন তার সম্পূর্ণ গাইডলাইন।

এই কোর্সে আমার জানা সবগুলো টেকনিক আমি দেখিয়ে দিয়েছি, আমি এজেন্সি বিল্ড করার জন্য যা যা শিখেছি তাই আমি ফাইবারে যতটুকু সম্ভব ততটুকু এপ্লাই করার ট্রাই করি আর এই অভিজ্ঞতাগুলো এপ্লাই করে আমার রেঙ্ক না থাকা গিগ বড় এমাউন্ট এর কাজ পায়।

এখন কথা হচ্ছে সাপোর্টের জন্য কি পেতে পারেন?

সাপোর্ট দেওয়ার জন্য একটি সিক্রেট গ্রুপ থাকবে যেখানে কোর্সের কন্টেন দেখার পর কোন বিষয়ে যদি আপনার বুঝতে সমস্যা হয় অথবা রিসার্চ করার পর কনফিউজ থাকেন তখন গ্রুপে আপনি আপনার সমস্যা গুলো পোস্ট করতে পারবেন।

আমি এবং আরো দুই-একজন থাকবে যারা আপনাকে ডিরেক্টলি সাহায্য করার চেষ্টা করবে।

যারা জুলাই মাসের মধ্যে কোর্সটি কিনে নিবেন তারা আমাদের টিম থেকে একবার প্রোফাইল অডিট করার সুযোগ নিতে পারবেন। তার মানে হচ্ছে আপনি আমাদের কোর্স শেষ করার পর আপনার প্রোফাইলে কোন সমস্যা আছে কিনা তা আমাদের টিম থেকে অডিট করে দেওয়া হবে।

তাছাড়া এই সিক্রেট গ্রুপে সারাজীবন ফাইবার রিলেটেড সাহায্য পাবেন, যতদিন আমি বেচেঁ আছি।

আস্তে আস্তে অনেক এক্সপার্ট হবেন তখন তারাও হেল্প করতে পারবেন।

ফাইবারে অনেক সময় অ্যালগরিদম চেঞ্জ হওয়ার কারনে এবং বিভিন্ন নিয়ম নীতি চেঞ্জ হওয়ার কারণে অনেক ধরনের আপডেট আছে এবং অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয় এবং এই প্রবলেম গুলো এবং আপডেট গুলো নিয়ে নতুন নতুন আপডেট ভিডিও তৈরি করা হবে যা আপনি কোর্স একবার কিনলেই সব সময় তার আপডেট দেখতে পারবেন।

কোচিং প্রোগ্রাম:

কোচিং প্রোগ্রামটা হবে আমার হাত দিয়ে তৈরি করা একটা রাজ্য যেখানে থাকবে অনেকগুলো রাজা

তবে রাজ্যের মধ্যে অনেকগুলো সেপারেট রাজ্য থাকবে ওই রাজ্যের রাজা হবেন আপনারা

যতক্ষণ পর্যন্ত আপনি একটি স্ট্যাবল মানে হচ্ছে নিয়মিত আই এর মধ্যে থাকতে পারবেন না ততক্ষন পর্যন্ত আপনার পায়ের কোন নির্দিষ্ট সুরাহা হবে না।

যদি আপনি শুধুমাত্র ফাইবার মার্কেটপ্লেস এর উপর ডিপেন্ড করে থাকেন তাহলে রেংকিং এর উপর নির্ভর করে আপনার আয়ের উন্নতি এবং অনুন্নতি হবে।

কিন্তু যদি আপনি ফাইবারের বিপরীতে আরো কয়েকটি অল্টারনেটিভ ইনকাম সোর্স তৈরি করে রাখেন যেখান থেকে আপনি নিয়মিত ক্লায়েন্ট পাবেন তাহলে আপনি অনুমান করতে পারবেন যে আপনার মাসে কত আয় করা পসিবল

কিন্তু ফ্রিল্যান্সিংয়ের 1 থেকে আড়াই বছর পর্যন্ত আমাদের মধ্যে একটা জটিলতা এবং ভয় কাজ করে যা আমরা একটি গাইডলাইনের অভাবে বুঝতে পারিনা।

আমি চেষ্টা করব এই কোচিং এর মাধ্যমে এক থেকে তিন মাসের মধ্যে আপনার একটি স্টেবল বিজনেস তৈরি করে দেওয়ার

এ সেন্টেন্স টা পড়ার পর কেউ ভাববেন না আমি কাউকে মানি ইনকাম গ্যারান্টি দিচ্ছি যদি ভেবে থাকেন তাহলে এইটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা

আগে একটা পোস্টে ডিরেক্টলি বলে দিয়েছি রিজিকের মালিক শুধুমাত্র আল্লাহ তাই আমার কাছ থেকে এ ধরনের কোনো প্রকারের এক্সপেক্টেশন রাখবেন না।

এখন আপনাদের জানা দরকার – যে কিভাবে 7 ডেইজ এবং হান্ড্রেড ডলার প্রজেক্টটি রান করা হবে:

প্রথম ধাপ:

প্রথমেই সবাইকে নিয়ে ভাগ করে একটি করে গ্রুপ তৈরি করা হবে, গ্রুপের বিভিন্ন টাইপের কম্বিনেশন থাকবে এবং এই গ্রুপটা তৈরি করা হবে যাতে একজন আরেকজনকে আজীবন সাহায্য করতে পারেন এবং একটা বন্ডিং তৈরি হয়

যদি কারো সার্ভিস অথবা স্কিল অন্যদের কারো সাথে মিল না থাকে তাহলে যেকোনো একটি গ্রুপের সাথে মিলিয়ে দেওয়া হবে কারণ গ্রুপটা হবে রিলেশন বন্ডিং তৈরি করার জন্য এবং কিভাবে রিসার্চ করতে হয় তা বুঝার জন্য তাই ডিফারেন্ট টাইপ এর সার্ভিস দিলেও কোনো সমস্যা নেই।

আগেই বলেছি কোর্স করা অথবা কোচিং করার মধ্যে কোন পার্থক্য নেই যদি আপনি কোন কোর্সে অথবা কোচিং করে রিলেশন বিল্ড আপ করতে না পারেন আপনার সহপাঠীদের কাছ থেকে অথবা মেন্টর এর সাথে।

এর থেকে বেটার গুগোল ইউটিউব দেখে একা একা শিক্ষা।

যেটা বলছিলাম, গ্রুপ তৈরি করা পর ওই গ্রুপের মধ্যে একজনকে লিডার হিসেবে দেওয়া হবে এবং একেকজনের একেক ধরনের কাজ থাকবে, রিসার্চ করার প্রসেস থাকবে।

তো সবাইকেই প্রতি ক্লাস অনুযায়ী এসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে তাই এগুলো গ্রুপওয়াইজ করতে হবে এবং একবার ভেবে দেখুন সবাই যখন একসাথে রিসার্চ করবেন তখন অনেক ভালো ভালো আইডিয়া জেনারেট হবে।

দ্বিতীয় ধাপ:

গ্রুপের মেম্বার দের কে টেস্ট করার জন্য বিভিন্ন ধরনের গিগ তৈরি করার পরামর্শ দেওয়া হবে। কিভাবে ডিফারেন্ট লেভেল এর গিগ তৈরি করতে হয় তখন তা বুঝতে পারবেন এবং একেক গিগ একেক টাইপের হবে।

তৃতীয় ধাপ:

একটি গ্রুপ এবং গ্রুপের প্রতিটি স্টুডেন্টকে রিসার্চ করার জন্য টপিকস এবং কি কি রিসার্চ করবেন তা দিয়ে দেওয়া হবে।

প্রতিটি স্টুডেন্ট কে নিজ নিজ দায়িত্ব থেকে ওই বিষয়গুলো রিসার্চ করতে হবে এবং সেগুলো এপ্লাই করতে হবে এর জন্য যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হবে।

রিসার্চ করার পর গ্রুপের একজন টিম লিডার থাকবে যে সবগুলো রিসার্চ জমা নিবে এবং একেকজন গ্রুপ মিটিং এর মাধ্যমে সেই রিসার্চগুলো ব্যাখ্যা করবে।

তাতে করে সবাই সবার রিচার্জ সম্পর্কে জানতে পারবে এবং নিজেরা নতুন নতুন ব্যাপারগুলো সম্পর্কে অবগত হবে যা সামনের বাধা থেকে আপনাকে সুরক্ষিত করবে।

হয়তোবা আপনি একটি সমস্যায় আছেন দেখতে পাবেন অন্য আরেকজন সেই সমস্যার সলিউশন দিয়ে দিয়েছে।

চতুর্থ ধাপ:

রিসার্চ শেষ হলে প্রতি তিন দিন পর পর প্রাইভেট গ্রুপে এবং মেম্বারশিপ এরিয়াতে নিজেদের রিসার্চ পোস্ট করতে হবে যাতে করে এই রিসার্চ সম্পর্কে সবাই অবগত হয় যারা কোচিং টিতে আছে।

পোস্ট করার আগে আপনার রিসার্চ সম্পর্কে আমাদের টিম মেম্বাররা আপনার রিসার্চটা চেক করে নিবেন যদি রিসার্চ ভালো থাকে রিসার্চ অনুযায়ী আপনাকে সাজেশন দেওয়া হবে অথবা গাইড লাইন দেওয়া হবে যে এটা আরো কিভাবে ইমপ্রেস করা যায় তখন আপনি সেই ইমপ্রুভমেন্ট নিয়ে তিন দিন এর মধ্যে পোস্ট করতে হবে।

পঞ্চম ধাপ:

প্রতিটি গ্রুপ নিজেদের রিসার্চগুলো একজন আরেকজনের সাথে জুমে মিটিং এর মধ্যে শেয়ার করবে এবং এক্সচেঞ্জ করবেন এবং তার তত্ত্বাবধান করা হবে সম্পূর্ণ রেকর্ডিং এর মাধ্যমে।

ষষ্ঠ ধাপ:

রিসার্চ শেষ হলে আপনাদের সবার রিসার্চ আমি নিজে চেক করব এবং ওই রিসার্চ অনুযায়ী আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিব যে কিভাবে আরো বেটার আউটপুট নিয়ে আসা যায়।

সপ্তম ধাপ:

৭ দিনের ক্লাস শেষ হলে প্রথম দুই মাস 15 দিন পর পর আমি নিজের রুমে এসে সবার সাথে আলোচনা করবো এবং সবার যে সকল সমস্যা আছে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। যেটা শুধু হবে এই কোচিং সেশনে যারা জয়েন করেছেন তাদের জন্য।

অষ্টম ধাপ:

তাছাড়া ফেসবুক লাইভে এসে আড্ডা এবং ডিসকাশন তো হবেই।

নবম ধাপ:

প্রতিটি ক্লাসের সাথে সাথে এসাইনমেন্ট অবশ্যই দিয়ে দেওয়া হবে যা আপনাদের সবাইকে অবশ্যই কমপ্লিট করতে হবে।

দশম ধাপ:

অবশ্যই ক্লাস রেকর্ডিং ওয়েবসাইটে দেওয়া হবে যা পরেও দেখে নিতে পারবেন।

দ্বাদশ ধাপ:

সবগুলো ক্লাস শেষে তিনটি বড় বড় এসাইনমেন্ট থাকবে যে অ্যাসাইনমেন্ট কমপ্লিট হলে তাদের সবকিছুর রেজাল্ট দেখে কিছু বোনাস তারা পেয়ে যাবে।

আশা করি এই দ্বাদশ ভাব পর্যন্ত যারা থাকবেন তাদের আর কোন কিছুর ভয় থাকবে না কারণ তখন আপনারা বুঝে যাবেন যে কিভাবে নিজেকে গ্রো করতে হবে এবং কি কি করা উচিত এবং কি করা উচিত নয়। আমি আপনাদেরকে এই দ্বাদশ ভাব পর্যন্ত এই ব্যাপারটাই বোঝাবো যে কিভাবে আমরা রিসার্চ টেস্টিং এবং কাজ করে মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাহিরে টিকে আছি

বোনাস ধাপ:

ধরেন আপনার ফাইবার একাউন্ট ব্লক হয়ে গেল তখন আপনি কি করবেন? আবার ফাইবার একাউন্ট তৈরি করতে হবে আবার গিগ তৈরি করতে হবে আবার রিভিউ নিতে হবে এবং আবার প্রথম থেকে শুরু করতে হবে।

তাই এই ফাইবার মার্কেটপ্লেস অল্টারনেটিভ কিভাবে আরেকটা মার্কেটপ্লেসে নিজেকে শক্ত পোক্ত ভাবে তুলে ধরবেন তার কমপ্লিট গাইডলাইন দিয়ে দিব আমি যা আমি 2013 সাল থেকে করে এসেছি আর মজার বিষয় হচ্ছে অন্য মার্কেটপ্লেসগুলোর ফাইবারের থেকে অনেক অনেক সহজ।

যাদের রেজাল্ট সব ঠিকঠাক থাকবে তারা হিউম্যানস ইঞ্জিনে এনলিস্টেড ফ্রিল্যান্সার হিসেবে নিযুক্ত হবেন।

এনলিস্টেড ফ্রিল্যান্সার হওয়ার মানে এই না যে আপনি সাথে সাথে কাজ পেয়ে যাবেন অগাস্ট মাস থেকে হিউম্যানস ইঞ্জিন একটি ইন্টার্নেশনাল কম্পানি রূপে কাজ করবে এবং এর অনেকগুলো পরিকল্পনা রয়েছে।

হিউম্যানস ইঞ্জিনে এনলিস্টেড থাকলে আপনার সুবিধা কি?

বর্তমানে লাখ লাখ ফ্রিল্যান্সার আছে এবং হাজার হাজার ফ্রিল্যান্সার আছে যারা কাজের চাপে কাজ করতে পারে না এবং যখন কাজের প্রেসার বেশি হয়ে যায় তখন অন্য ফ্রিল্যান্সার দিয়ে কাজ করাতে চায় কিন্তু দুর্ভাগ্যবশত অন্য ফ্রিল্যান্সাররা ও এই কাজগুলো ঠিকমতো করতে পারেনা আর তখন কাজের প্রেসার নিয়ে আবার ওই কাজগুলো নিজেকেই করতে হয়।

হিউম্যানস ইঞ্জিনে এনলিস্টেড ফ্রিল্যান্সার করার আগে আপনার ইন্টারভিউ নিয়ে আপনার স্কিল টেস্ট এবং দক্ষতা দেখে তারপর এনলিস্টেড করা হবে তাই কোন ব্যস্ত ফ্রিল্যান্সার যদি চায় তারা আমাদের হিউম্যানস ইঞ্জিন কোম্পানি থেকে একজন এনলিস্টেড ফ্রিল্যান্সারকে নিজের কাজের জন্য হায়ার করতে পারবে কারণ আমরা তাদের ইন্টারভিউ নিয়ে তাদেরকে কোয়ালিফাইড করে টেস্ট করে রেখেছি।

তাই এখানে কাজ পাওয়া এবং দেওয়ার একটি সুবিধা তৈরি হবে যা দ্বারা কোয়ালিটি মেইনটেইন করা সম্ভব হবে।

দ্বিতীয়তঃ যাদের রেজাল্ট ভালো হবে তারা আমার স্পেশাল গ্রুপে অ্যাড হয়ে যাবেন আর এই স্পেশাল গ্রুপটি তৈরি করা হবে পরের দুই মাসের জন্য।

এই স্পেশাল গ্রুপে আমি নিজেই গ্রুমিং করে আপনাদের সাথে ডিসকাশন এবং আপনাদের ব্যাপার গুলো দেখার চেষ্টা করব যাতে করে আপনাদের ফ্রিল্যান্সিং এ আয়ের পরিমাণ বাড়িয়ে একটি বিজনেস তৈরি করতে পারেন।

এখন এই স্পেশাল গ্রুপে কি কি হবে তা আমি এখন উল্লেখ করব না কারণ এটা আমার কোচিং এর আউটলাইন এর মধ্যে পড়ে না।

শুধুমাত্র যাদের রেজাল্ট ভালো হবে তারাই স্পেশাল গ্রুপে এড হতে পারবেন এবং এটা সম্পূর্ণ বোনাস হিসেবে আমি আপনাদের গাইডলাইন দিব। আর যারা স্পেশাল রূপে যাবেন তাদের গ্রুপ হয়তোবা থাকবে না কিন্তু আপনাদের সাথে আমার সম্পর্ক সারা জীবন থাকবে ইনশা আল্লাহ।

তাছাড়া স্পেশাল গ্রুপে স্পেশাল গেস্ট নিয়ে এসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে যে কিভাবে আপনি আপনার বিজনেসকে বড় করবেন।

এখন স্পেশাল গ্রুপ থেকে যারা দুই মাসের মধ্যে 1000 ডলার আয় করবে তাদেরকে আমি কিংডম প্লেনে এড করে দিব আর এই কিংডম প্ল্যান হবে আপনাদের স্বপ্ন বাস্তবায়নের একটি মাধ্যম

যাদের আয় অলরেডি 1000 ডলারের উপরে আছে তারা হয়তো বা সহজেই আমার কিংডম প্লেনে এড হতে পারবেন।

চিন্তা করছেন এই কিংডম প্ল্যানটা কি?

যারা সবকিছু মেনটেইন করে স্পেশাল গ্রুপ থেকে 1000 ডলারের উপর আর্নিং আনতে পারবেন তাদেরকে আমি নিজে গ্রুমিং করে শিখিয়ে দিব কিভাবে একটি এজেন্সি শুরু করতে হয় এবং কিভাবে এর গ্রো আস্তে আস্তে করতে হয়।

মজার বিষয় হচ্ছে মার্কেটপ্লেসের বাহিরে যেয়ে আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে না মার্কেট প্রাইস এর ভিতরের ক্লান্তি আপনি একটি ভালো পরিমাণে ক্লায়েন্ট জোগাড় করে একটি নির্দিষ্ট পরিমাণ আপনার ইচ্ছামত আয় করতে পারবেন।

যারা কিংডম প্লেনে যেতে পারবেন তারা হিউম্যানস ইঞ্জিনে কিং হিসেবে পরিচিত থাকবেন আর যারা কিনবেন তারা হিউম্যানস ইঞ্জিনে ভেরিফাইড প্রোফাইল পাবেন।

একজন কিং যেকোনো ফ্রিল্যান্সারকে হায়ার করে তার কাজ করিয়ে নিতে পারবে। আগেই বলেছি যারা কোয়ালিফাইড এবং কোয়ালিটিফুল শুধু তারাই হিউম্যানস ইঞ্জিনে এনলিস্টেড হবে তাই যারা কিনবেন তারা নির্দ্বিধায় ফ্রিল্যান্সারদের করতে পারবেন নিজের কোয়ালিটি মেইনটেইন করে রাখার জন্য।

যেহেতু অগাস্ট থেকে হিউম্যানস ইঞ্জিন নিজেকে একটি ইন্টার্নেশনাল এক্সপ্লোর করবে তাই যারা কিং হবেন তাদের নিজেদের এজেন্সি আমাদের আন্ডারে এনলিস্টেড করতে পারবেন।

এনলিস্টেড করলে ব্র্যান্ডিং এন্ড স্পন্সর সাপোর্ট হিসেবে হিউম্যানস ইঞ্জিন এর আন্ডারে আপনারা থাকবেন।

অনেকেই অনেক ধরনের জটিলতায় ভুগে থাকেন বাংলাদেশ কম্পানি দেওয়ার ক্ষেত্রে আরে সকল বিষয়গুলো তাদেরকে যতটুকু সম্ভব তাদের হেল্প করা হবে হিউম্যানস ইঞ্জিন এর পক্ষ থেকে।

হয়তোবা এই বারোটা প্রসেস দেখে বুঝতেই পারছেন যে কিভাবে কিভাবে step-by-step একজন মানুষকে শূন্য থেকে ধরে ধরে একটা পর্যায়ে নিয়ে আসা হবে।

এই কোচিং প্রোগ্রামটা আমি বেশি একটা রান করব না, কারণ হচ্ছে এটি খুবই রিস্কি একটি কোচিং প্রোগ্রাম। আমার ইচ্ছা হচ্ছে অন্তত 100 জনকে ফ্রিল্যান্সার থেকে একজন বিজনেসম্যান হিসেবে গড়ে তোলা

যা হবে হিউম্যানস ইঞ্জিনের সবচেয়ে বড় সাফল্য।

এক কথায় এই কোচিং প্রোগ্রাম টিতে আমি প্রতিটি স্টেপ প্ল্যানিং আর রিসার্চ করে হাতে ধরে ধরে আপনাদেরকে করবো।

৭ দিনের ক্লাস আমি নিজে করাবো এবং বিভিন্ন এসাইনমেন্ট, ডিসকাশন এবং অন্যান্য অতিরিক্ত বিষয়গুলোতে সাহায্য এবং মনিটর করার জন্য দুইজন টিম মেম্বার আপনাদের জন্য কাজ করবে।

আপনাদের প্রতিটি ক্লাস, গ্রুপ ডিসকাশন, মিটিং ইত্যাদি শিডিউল টাইম করা থাকবে এবং প্রতিটি ব্যাপার পর্যবেক্ষণ করে রেকর্ড করা থাকবে।

তাই কেউ চাইলেই ফাঁকি দিতে পারবেন না আর ফাঁকি দিলে পানিশমেন্ট তো রয়েছেই।

অনেক কিছুই থাকবে যা হয়তবা সিলেবাস অথবা মডিউলে নেই, আর যারা আমার সাথে এতদিন ছিলেন তারা হয়তোবা জানেন দরকার এর থেকে বেশি কিছু দেওয়ার চেষ্টা করবো যা মডিউলে অথবা সিলেবাসে থাকবেনা।

ভিআইপি ক্লাব মেম্বারশিপ :

ভিআইপি ক্লাব মেম্বারশিপ হচ্ছে আমার প্রোগ্রামগুলোর সবথেকে স্পেশাল একটি বিষয়।

ভিআইপি ক্লাব মেম্বারশিপ পাওয়ার নিয়ম হবে 1 মাস, 6 মাস এবং 1 বছর।

এ বিভিন্ন টাইপের মূল্য নির্ধারণ করা আছে এবং এটাই থাকবে।

কিন্তু যারা কোচিং প্রোগ্রামের সাথে ভিআইপি ক্লাব মেম্বারশিপ নিয়ে নিবেন তারা এটা খুবই কম মূল্যে ছয় মাসের জন্য পেয়ে যাবেন।

ভিআইপি মেম্বারশিপ পেলে আপনার সুবিধা কি?

যত ধরনের প্রিমিয়াম রিসোর্স আছে সেই প্রিমিয়াম রিসোর্স গুলো খুঁজে পেতে এবং প্রতিবার প্রতিটি প্রিমিয়াম রেসোর্স কিনতে গেলে অনেক অনেক টাকার দরকার পরে

যেমন ধরেন আপনি একটি অ্যাডভান্স লেভেলের কোর্স করতে চাইছেন এখন অ্যাডভান্স লেভেলের কোর্স এর শুধু একটি বিষয় আপনার জানা দরকার তখন সেই বিষয়টা নিয়ে আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে হয়তো বা খুঁজে পাবেন না তখন আরেকজনের কোর্স আপনাকে পুরো দাম দিয়ে কিনতে হবে।

তাছাড়া আরও অনেক প্রিমিয়াম কনটেন্ট থাকে যা আপনি সহজে পাবেন না।

ভিআইপি ক্লাবে যারা মেম্বারশিপ নেবেন তারা আমাদের কাছ থেকে বিভিন্ন প্রিমিয়াম লেভেলের কনটেন্ট রিসোর্স পাবেন যা আপনাদের বিজনেস অথবা আপনাদের ইনকাম বাড়াতে অনেক সাহায্য করবে।

আপনি একটি কোর্স করার পর কৌর সম্পর্কিত বিষয়গুলো আপনাকে জিজ্ঞাসা করতে হবে কিন্তু ভিআইপি মেম্বারশিপ এ বিভিন্ন ধরনের হাই লেভেল কনটেন্ট থাকবে সেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন এবং নিজের প্রশ্নগুলো করে আরো বুঝতে পারবেন কিভাবে সবকিছুর ইমপ্রুভমেন্ট আনতে হবে।

যারা কোচিং প্রোগ্রামের সাথে ভিআইপি মেম্বারশিপ কিনবেন তাদের প্রোফাইল এবং বিজনেস সেটআপ দুইবার চেক করে অডিট করা হবে এবং অডিট এর ডিটেইলস আপনাকে জানিয়ে দেওয়া হবে তাহলে আপনি আপনার বিজনেস কে কিভাবে গ্রো করা উচিত এবং বিজনেস একই ধরনের ভুল রয়েছে তা খুব সহজেই বুঝতে পারবেন।

প্রতিমাসেই একটি করে জুম লাইভ কল থাকবে যেটাতে আমি সরাসরি আপনাদের সাথে ডিসকাস করব বিভিন্ন বিষয় নিয়ে এবং আপনাদের ব্যবসার দিকে যতটুকু ইমপ্রেস করা যায় তার চেষ্টা করব।

লাইভ কলের আগে সার্ভে করা হবে সবার মতামত নেওয়া হবে এবং ওই মতামতের উপর বেইজ করে আপনাদের জন্য জুম লাইভ তৈরি হবে।

প্রতিমাসে এক বা একাধিকবার ফেসবুক লাইভে এসে আপনাদের সাথে লাইভ আড্ডা দিব বিজনেস এর বিভিন্ন বিষয় নিয়ে এবং কিভাবে নিজের অনলাইন ফ্রীলান্সিং কি করবেন সেই বিষয়গুলো নিয়ে।

বিভিন্ন স্কিল এবং কাজের উপর অনেক এক্সপার্ট রয়েছে তাদেরকে নিয়ে গ্রুপে লাইভ করা হবে যেখানে আপনি তাদের মুখ থেকে তাদের বিভিন্ন এক্সপেরিয়েন্স এবং অভিজ্ঞতা সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন।

প্রথম 50 জন রেজিস্টার মেম্বারকে আমি পার্সোনাল মিটিং এর দ্বারা একবার কনসালটেন্সি দিব

ভিআইপি ক্লাবে বিভিন্ন প্রিমিয়াম আর্টিকেল এবং ভিডিও থাকবে শুধুমাত্র ভিআইপি মেম্বারদের জন্য।

সব সময় চেষ্টা করা হবে প্রিমিয়াম ওয়ার্কশপের জন্য যেখানে ভিআইপি মেম্বারদের জন্য ফ্রি থাকবে ভিআইপি ক্লাবে।

এবং ভিআইপি গেট টুগেদার পার্টি করা হবে যেখানে আমরা সরাসরি মিটআপ করব।

যারা কোর্স কিনবেন অথবা কোচিং প্রোগ্রাম করবেন তাদেরকে আমি সাজেস্ট করবো ভিআইপি ক্লাব মেম্বারশিপ নেয়ার জন্য কারন এটাতে যেকোনো নতুন অথবা অভিজ্ঞ ফ্রিল্যান্সার ব্যবসায়ী যেই হোক না কেন তারাই লাভবান হবে।

প্রাইস কোনটার কত?

অনলাইন কোর্স রেজিস্ট্রেশন ফী নরমাল প্রাইস ৫০০০ টাকা কিন্তু শুধুমাত্র এই ২০২১ এর জুলাই মাসের পর্যন্ত মাত্র ২৫০০ টাকা

কোচিং প্রোগ্রাম প্রাইস হচ্ছে ৮০০০ টাকা কিন্তু যারা আমার গত মাসের ১৮ তারিখের পেইড ওয়ার্কশপে জয়েন করেছিলেন তাদের জন্য ৭৫০০ টাকা

বোনাস: অনলাইন কোর্সটি কোচিং প্রোগ্রামের সাথে সম্পূর্ণ ফ্রী, এবং কোচিং এর সময় বিভিন্ন রিসোর্স আগেই রেকর্ডিং পেয়ে যাবেন এই কোর্স থেকে।

কোচিং শুরু হবে ১৫ তারিখ থেকে এবং কোচিং প্রাইস অফার থাকবে ১০ জুলাই ২০২১ পর্যন্ত। যেহেতু কোচিং প্রোগ্রাম তাই সিট লিমিট তাই লিমিট শেষ হয়ে গেলে আর রেজিস্ট্রেশন নেওয়া হবেনা।

ভিআইপি ক্লাবে মেম্বারশিপ প্ল্যান প্যাকেজ হচ্ছে:

১ মাসের প্যাকেজ – ১৭০০ টাকা
৬ মাসের প্যাকেজ – ৬০০০ টাকা
১২ মাসের প্যাকেজ – ১০০০০ টাকা

কিন্তু যারা কোচিং প্রোগ্রামে এড হবেন তাদের জন্য ৬ মাসের প্যাকেজ ২০০০ টাকা আর ১২ মাসের প্যাকেজ ৩৫০০ টাকা।

ভিআইপি ক্লাবের এই অফার শুধুমাত্র কোচিং প্রোগ্রাম অথবা অনলাইন কোর্স যারা এই জুলাই মাসে কিনবেন শুধু মাত্র তাদের জন্য।

Prince Chowdhury

Started Freelancing Career since 2012 and Converted as an Entrepreneur, Business Coach & Marketing Strategy Enthusiast
Join Our Community:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Popular post