Meta Andromeda AI Update ২০২৬ এ Facebook Ads এর নতুন নিয়ম। Targeting, Creative ও Funnel এর পূর্ণাঙ্গ গাইড পড়ুন ও Funnel স্ট্র্যাটেজি জানুন।
আজকের এই আর্টিকেল পড়লে আপনাকে আর কোনোদিন ই-কমার্স বিজনেসে সেলস নিয়ে চিন্তা করতে হবেনা
AI আজীবন আপনার এড চালিয়ে দিবে আর আপনার সেলস আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবেনা
যদি আপনার সেলস সমস্যা থাকে,
মানে একদিন ভালো সেল হয় আর আরেকদিন সেল হয় না এমন সমস্যা রয়েই যায় তাহলে এই আর্টিকেল আপনার পূর্ণাঙ্গ সমাধান।
Andromeda AI ব্যবহার করে ফেসবুক এডের সেল বাড়ানো: নতুন পদ্ধতি, কনটেন্ট গাইড এবং ল্যান্ডিং পেজ স্ট্রাটেজি
- Andromeda AI আপডেট: কেনো সেল হয়না এবং কিভাবে ঠিক করবেন
- ২০২৬ এড ক্রিয়েশন বদলেছে: Andromeda AI দিয়ে নতুন পদ্ধতি
- ল্যান্ডিং পেজ কীভাবে সেল বৃদ্ধি করবে? মেসেজ এড ফানেল গাইড
- Andromeda Meta AI অনুযায়ী কনটেন্ট তৈরি করে ফেসবুক এড সম্পূর্ণভাবে রান করার সঠিক উপায়
AI দিয়ে দুনিয়া আপডেট হচ্ছে আর আজকের পর যদি আপনি এড কীভাবে চালু করবেন তা নিয়েই কনফিউজড থাকেন তাহলে আপনি আজও ভুল পথে নিজের সময় নস্ট করছেন
এখন আপনাকে এড চালু করার কোনো মাথা ব্যথা নিতে হবেনা
আপনার এড চালু করার জন্য ফেসবুক মেটা এড এক্সপার্ট অথবা এজেন্সির প্রয়োজন হবেনা
কারণ বলেছি যে এই কাজ AI নিজেই করে দিবে
আজকে থেকে আপনি সবার মত একজন স্মার্ট উদ্যোক্তা হিসেবে মার্কেটিং করে সেল জেনারেট করতে পারবেন।
কারণ বর্তমান Andromeda AI আপডেট আপনার ফেসবুক এড থেকে সেলসের দায়িত্ব নিয়েছে নিজে
তাহলে আপনার টেনশন করার কি প্রয়োজন?
তাহলে আজকে থেকে শুরু করি একজন স্মার্ট উদ্যোক্তা জার্নি…..
Andromeda AI আপডেট অনুযায়ী কেনো সেল হয়না?
উপরের ছবিতে দ্বিতীয় ইমেজটি Andromeda AI আপডেটের নিয়ম মেনে আমার এড রিজাল্ট
আর তৃতীয় Andromeda AI আপডেটের নিয়ম না মেনে আমার এড রিজাল্ট
যে রিজাল্ট খারাপ হয়েছে সেই এডে আমি মাত্র একটি নিয়ম অমান্য করেছি আর সেটি হচ্ছে আমি Detail Targeting করে অডিয়েন্স স্পেসিফিক করে দিয়েছি যার কারনে আমার রিজাল্ট খারাপ
যদি আপনি এন্ড্রমেডা AI সম্পর্কে ক্লিয়ার ধারনা না রাখেন তাহলে এড বন্ধ রাখুন তারপর এই আর্টিকেলটি পড়ুন।
কারন প্রথমে আপনাকে জানতে হবে Andromeda AI তো এড রান করে দিবে কিন্তু আপনার এখানে কি নিয়ম মানতে হবে?
Andromeda AI দিয়ে এড তৈরির নিয়মঃ
অডিয়েন্স টার্গেটিং: আপনি সুনির্দিষ্টভাবে বলে দিতেন আপনার অ্যাড কাদের কাছে পৌঁছাবে। যেমন: “আমি শুধু ৩০-৪০ বছর বয়সী, ঢাকায় বসবাসকারী, যারা iPhone ব্যবহার করে এবং ফ্যাশন নিয়ে আগ্রহী, তাদের কাছে অ্যাড দেখাতে চাই।”
- উদাহরণ: আপনি আপনার একটি নতুন জুতার ব্র্যান্ডের জন্য অ্যাড চালাচ্ছেন। আপনি টার্গেটিং-এ গিয়ে লিখলেন: “বয়স: ২৫-৪০, আগ্রহ: Sneakers, Running, Adidas, Nike।”
ফেসবুক তখন শুধু এই নির্দিষ্ট গ্রুপের মানুষদের কাছেই আপনার অ্যাডটি দেখাত।আর অবশ্যই সবাইকে হয়ত টার্গেট করা হচ্ছে, কিন্তু কে কিনবে সেটা ফেসবুক শিখতে পারছে না।
→ কিন্তু এখন AI কনটেন্ট এবং ক্যাপশনের টেক্সট কপি দেখে আপনার টার্গেটিং নির্ধারণ করবে
তাই এখন থেকে সবাইকে টার্গেট করে কনটেন্ট বানালে আপনি সেল পাবেন না
অ্যাড ক্রিয়েটিভ: একটি অ্যাডের পেছনে অনেক সময় ও অর্থ খরচ করা হতো, কারণ মার্কেটাররা মনে করত যে একটি “উইনিং অ্যাড” আছে, যা সব সমস্যার সমাধান।
- উদাহরণ: আপনি একটি ভিডিও অ্যাড তৈরি করলেন, যা আপনার মতে সবচেয়ে ভালো পারফর্ম করবে।আপনি সেই ভিডিওটি দিয়ে দিনের পর দিন অ্যাড চালাতে থাকলেন।
যদি ফলাফল খারাপ হত, তাহলে আপনি নতুন করে আরেকটি ভিডিও বানাতেন এবং একই পুনরাবৃত্তি করতেন।
→ এখানে AI নিজেই ডিসাইড করবে এবং রিজাল্ট ভালো না হলে সে আপনার টাকাই খরচ করবেনা
মিঠু ভাই আমার একজন পার্সোনাল V.I.P সেশনের ক্লায়েন্ট, নিচে উনার Andromeda Ad অনুযায়ী যে রিজাল্ট এসেছে তার স্ক্রিনশট
Andromeda AI দিয়ে এড খরচ $0.37 থেকে $0.21 এ এসেছে
উনি প্রথমে এজেন্সি থেকে নতুন ৩ টি ধরনের করে ইমেজ ডিজাইন করিয়ে নেয় সেখানে উনি সব মিলিয়ে বিভিন্ন ভেরিয়েশন দিয়ে কাস্টমার টার্গেট করে ৬ টি এড রান করে
উনি ডিটেইলস টার্গেট না করে, AI দিয়েই এড অডীয়েন্স সিলেক্ট করেছেন
Andromeda AI এখানে যে ক্রিয়েটিভটি ভালো হয়েছে ঠিক সেখানেই বেশী রিচ করিয়েছে আর বাকিগুলা তেমন পাত্তাই দেয়নি।
তারমানে মিঠু ভাই এখন খুব সহজেই পেয়ে গিয়েছেন যে উনার কাস্টমার এভাটার কে আর ক্রিয়েটিভ কোনটা হতে হবে।
এখন এই এঙ্গেল থেকে উনি আর এঙ্গেল বের করে কেইম্পেইনে এড করে দিলেই AI নিজেই কাস্টমার খুঁজে নিবে
অ্যাড সেট (Ad Set) ও বাজেট: বিভিন্ন অ্যাড সেটে আলাদা আলাদা টার্গেটিং এবং বাজেট সেট করা হতো।
- উদাহরণ: আপনি তিনটি আলাদা অ্যাড সেট তৈরি করলেন। একটিতে ২৫-৩০ বছর বয়সীদের জন্য, আরেকটিতে ৩১-৩৫ বছর বয়সীদের জন্য এবং তৃতীয়টিতে ৩৬-৪০ বছর বয়সীদের জন্য।প্রতিটি সেটে আলাদা বাজেট দিয়ে আপনি দেখতেন কোনটি ভালো কাজ করছে।
→ এখানে এই Cost Per Acquisition কেল্কুলেট করে যদি মিনিমাম বাজেত দিতে পারেন তাহলে AI নিজেই আপনার বাজেট অনুযায়ী কাকে কখন কোন এড দেখালে রিজাল্ট ভালো হবে কম খরচে তা ডিসাইড করে নিবে
এখানে মিঠু ভাই এর সবগুলো এডের মধ্যে যে এড ভালো চলছে ঠিক সেই জায়গাতেই AI টাকা খরচ করছে, এখানে আগের মত প্রতি এডে আর খরচ হবেনা আর এড সাশ্রয়ী হবে
ডাটা সিগন্যাল দুর্বল → আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে ট্র্যাকিং যদি না থাকে তাহলে AI বুঝবেনা যে আপনি কাকে কোন কারনে এড দেখাচ্ছেন আর সে ভুল অডীয়েন্সের সামনে এড দেখিয়ে দিবে কিন্তু অই অডিয়েন্স আপনার প্রোডাক্ট কিনবেনা
যদি ট্র্যাকিং করা থাকে তাহলে ইউজার ওয়েবসাইটে দেখবেন ঘুরাঘুরি করে ঠিকি কিন্তু কিনেনা
কারন শুধু ট্র্যাকিং ট্র্যাকিং করে লাভ নেই, ট্র্যাক করতে হবে কপিরাইটিং ফর্মুলা অনুযায়ী।
শুধু কনটেন্ট লিখলেই হবেনা, কনটেন্ট লিখতে হবে কপিরাইটীং ফর্মুলা দ্বারা
এইটা সামনেই আলোচনা করবো
কনটেন্ট অস্পষ্ট → কনটেন্টে যাচ্ছে তাই কোন স্ক্রিপ্ট লাইন বাই লাইন সঠিকভাবে না বলে উল্টো-পাল্টা যা মন চায় বললেই আপনার সেলসের ১২ টা বেজে যাবে
আর Facebook Meta ad জন্মলগ্ন থেকে বলছে যে আমরা Advertising প্লাটফর্ম তাই আমাদের এখানে ভ্যালু-ড্রিভেন কনটেন্ট দাও যা আমরা প্রমট করতে পারি
কিন্তু আপনারা কথা শুনতেই রাজি না কারন আপনাদের লাগবে সেলস তাই আপনার কনটেন্টে প্রোডাক্ট দিয়ে সেলস-ড্রিভেন কথা বলছেন আর ফেসবুক আপনাকে রিচ দিতে পারছেনা
আর AI এখন সেলস-ড্রিভেন নয়, ভ্যালু-ড্রিভেন কনটেন্ট বেশি প্রমোট করবে তা সরাসরি বলে দিয়েছে
আপনার মনে প্রশ্ন জেগেছে যে কাস্টমার যদি প্রোডাক্ট না দেখে, তাহলে অফার পাবে কী করে? আর কিনবে কীভাবে?
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভ্যালু ড্রিভেন কনটেন্ট আবার কী? কিভাবে বানায়?
মজার বিষয় হচ্ছে, মার্কেটিং এর অর্থই হচ্ছে মগজ ধলাই দিয়ে তারপর আপনার প্রোডাক্ট কিনতে বাধ্য করা
মানুষ যাতে উপায় না পেয়ে চিপায় পড়ে আপনার প্রোডাক্ট হন্যে হয়ে খুজে বেড়ায়
তাই প্রথমে তাকে হুক করতে হবে তারপর কনটেন্টে ভ্যালু দিয়েই বুঝাতে হবে আপনি কেনো অন্যদের থেকে আলাদা
এইটা সাবকনশাস মাইন্ডে গেথে যায় মানুষের যা মানুষকে পরে আপনার প্রোডাক্ট কিনতে বাধ্য করে
কিন্তু এদিকে আপনি আপনার প্রোডাক্ট উলঙ্গ করে খুলে খুলে এডে দেখাচ্ছেন আর মানুষের মধ্যে আপনার প্রোডাক্ট নিয়ে কোনও ইন্টারেস্টই নাই
অবশ্যই আপনার প্রোডাক্ট দেখাবেন এবং অফার করতে হবে, যদি অফার না করেন তাহলে দুনিয়াতে কেউ কিনেবে না
কিন্তু আপনাকে জানতে হবে কখন অফার করে কোন পয়েন্টে যাওয়ার পর অফার করতে হয়
আর এটাই হচ্ছে কপিরাইটিং গেম যা আপনি বুঝে গেলে শুধু ফেসবুক এড নয় দুনিয়ার যেকোনো প্লাটফরমে যেকোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন
কপিরাইটিং হচ্ছে একমাত্র মার্কেটিং কনটেন্ট ফর্মুলা যা একজন মানুষকে হুক দিয়ে আকৃষ্ট করে তারপর ধাপে ধাপে তার সাইকোলজি বোঝে তাকে কাস্টমারে রুপান্তর করে।
আমি না শুধু, দুনিয়ার বড় বড় মার্কেটার তাদের বইয়ে লিখেই রেখেছেন একজন উদ্যোক্তার সর্বপ্রথম স্কিল হচ্ছে সেলস আর সেলসে কথা বলার জন্য যেঁ নিয়ম ফলো করা হয় তা হচ্ছে কপিরাইটিং, যে যত ভালো কপিরাইটার সে ততভালো সেলস পারসন।
আমি এর ফুল গাইডলাইন তৈরি করেছি আপনার জন্য যা সম্পূর্ণ ফ্রী দিবো কিন্তু তার আগে আমরা এই আর্টিকেলের মূল লক্ষটা জেনে নেই তারপর গাইড কাজে লাগবে।
ল্যান্ডিং পেজ কীভাবে সেল বৃদ্ধি করবে?Andromeda Facebook Ads Funnel 2026
ল্যান্ডিং পেজ আর সেলস ফানেলঃ → এড দিলেই সেল হবে আবার এড দিলে সেল হবেনা
ল্যান্ডিং পেজের একটা ফানেল আছে, আপনি যদি খালি ল্যান্ডিং পেজ তৈরি করে Sales -> Website Purchase এড দিয়ে সেলস করেন তাহলে আপনি আরেকটি মারাত্মক ভুল করছেন।
এড দিলেই সেল হবে যদি আপনার এড ম্যানেজারে পর্যাপ্ত ডাটা থাকে, মানে আপনি যে Pixel সেটাপ করেছেন তাতে যদি ডাটা না থাকে তাহলে এডে ভালো রিজাল্ট আসবেনা
AI আপনার তৈরি করা কনটেন্ট এবং কপি থেকে কিছু নির্দিষ্ট সংকেত (signals) সংগ্রহ করে। এই সংকেতগুলোর ওপর ভিত্তি করে সে শিখে এবং বুঝে নেয় আপনি কী ধরনের কাস্টমার খুঁজছেন এবং কোন সমস্যার সমাধান করছেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস অফার দ্বারা।
শুধুমাত্র এড থেকে ইনবক্সে পাঠিয়ে মেসেজ দিয়ে সেল করার চেষ্টা করলে AI কাজ করবেনা
কারন মেসেজ এডে AI ডাটা আইডেন্টিফাই করতে পারেনা যার ফলে AI কিছু শিখতে পারছে না এবং কনফিউজ হয়ে যাচ্ছে
তাই AI কে প্রচুর ডাটা Feed করতে হবে নাহলে আপনি সেল পাবেন না
যদি সে অন্যকোন কম্পিটিটোরের কাছে এই ডাটা আগেই পেয়ে থাকে তাহলে সেখান থেকে শিখে আপনার এখানে সেটা এপ্লাই করবে যা আপনার জন্য প্লাসপয়েন্ট
তাই AI কে ডাটা শিখানো আর বোঝানোর জন্য আপনার অবশ্যই ল্যান্ডিং পেজ থাকতে হবে যা Pixel ট্র্যাকিং করে আপনার কনটেন্ট দিয়ে AI কে শিখিয়ে দিবে।
আর ল্যান্ডিং পেজ ছাড়া একবার ভেবে দেখুন এতো ইনফরমেশন আপনি কীভাবে শিখাবেন?
তাই আপনাকে এখন অবশ্যই অবশ্যই লেন্ডিং পেজ ব্যবহার করতে হবে যা না হলে আপনার সেলস কমে যাবে।
এখানে লিখে আসলে অনেক কথাই হয়ত বুঝাতে পারছিনা,
তাই অবশ্যই নিচের ভিডিওটি দেখে নিন, পানির মত সহজ হয়ে যাবে
তাই গত ২২ সেপ্টেম্বর আমার Business Warrirors এর উদ্যোক্তা কমিউনিটিতে আমি একটি ১ ঘন্টার উপরে ওয়ার্কশপ সেশন নিয়েছি যেখানে Andromeda Meta AI এর সম্পূর্ণ আপডেট দেওয়া আছে
উপরে যা যা লিখা আছে এবং স্টেপ বাই স্টেপ Andromeda Meta AI কীভাবে কাজ করবে তা ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়েছি
সেখানে অনেক উদ্যোক্তার সেলস নেই তার উত্তর ও দিয়ে দিয়েছি
তাই এই সময়ে পুরনাঙ্গ ধারনা আপনার মাথায় থাকা খুবই জরুরি যা আপনি ওয়ার্কশপের রেকর্ডিং সেশনে পেয়ে যাবে
এই আর্টিকেলের নিচেই আরও অনেক রিসোর্স আছে তা পেয়ে যাবেন যাতে করে স্টেপ বাই স্টেপ আপনি এড রান করতে পারেন
Andromeda-র যুগে এড দেওয়ার নিয়মঃ
Andromeda এখন একটি সুপার-স্মার্ট AI। সে শুধু আপনার নির্দেশনা মেনে চলে না, বরং আপনার চূড়ান্ত উদ্দেশ্য (Goal) কী, তা বুঝে সে নিজেই সিদ্ধান্ত নেয়। সে আপনার হয়ে সবচেয়ে ভালো ফলাফল আনার জন্য কাজ করে।
-
- টার্গেটিং: এখন আর সুনির্দিষ্ট টার্গেটিং জরুরি নয়, বরং ব্রড টার্গেটিং-ই সবচেয়ে শক্তিশালী। Andromeda নিজেই সবচেয়ে সম্ভাবনাময় কাস্টমার খুঁজে বের করে।
-
- উদাহরণ: আপনার জুতার ব্র্যান্ডের জন্য এখন আপনি টার্গেটিং-এ শুধু লিখবেন: বয়স: ১৮-৬৫+, লোকেশন: বাংলাদেশ।
Andromeda তখন আপনার দেওয়া অ্যাডের কনটেন্ট বিশ্লেষণ করে নিজেই বুঝে নেবে কারা আপনার জুতা কিনতে আগ্রহী হতে পারে এবং তাদের কাছেই অ্যাড দেখাবে।
সে হয়তো একজন ফুটবল ভক্তকে অ্যাড দেখাবে, যার আগ্রহে আপনি “Running” বা “Sneakers” লেখেননি, কিন্তু সে আপনার জুতার ব্র্যান্ডের সম্ভাব্য ক্রেতা।
-
- অ্যাড ক্রিয়েটিভ (Creative Diversity): এখন আর একটি “উইনিং অ্যাডের” পেছনে না ছুটে, বিভিন্ন ধরনের অ্যাড ক্রিয়েটিভ (ছবি, ভিডিও, ক্যারোসেল) ব্যবহার করতে হবে।
Andromeda এদের মধ্যে কোনটি কার কাছে সবচেয়ে ভালো কাজ করবে, তা খুঁজে বের করবে।
-
- উদাহরণ: আপনার জুতার জন্য আপনি এখন একই ক্যাম্পেইনে ১০টি ভিন্ন ভিন্ন অ্যাডের ডিজাইন ব্যবহার করবেন।
- একটিতে শুধু সাদা ব্যাকগ্রাউন্ডে জুতার ছবি,
- আরেকটিতে একজন মডেলকে জুতা পরে দৌড়াতে দেখানো,
- তৃতীয়টিতে কাস্টমারের রিভিউ ইত্যাদি।
- উদাহরণ: আপনার জুতার জন্য আপনি এখন একই ক্যাম্পেইনে ১০টি ভিন্ন ভিন্ন অ্যাডের ডিজাইন ব্যবহার করবেন।
Andromeda দেখবে কোন ব্যক্তি কোন ধরনের অ্যাডে সবচেয়ে বেশি সাড়া দিচ্ছে এবং সেই অনুযায়ী তাকে সেই অ্যাডটিই দেখাবে।
- অ্যাড সেট ও বাজেট: এখন আর একাধিক অ্যাড সেট তৈরি করে বাজেট ভাগ করার দরকার নেই। একটি Advantage+ Shopping Campaign ব্যবহার করে সব বাজেট একটি জায়গায় রাখলে Andromeda নিজেই দক্ষতার সাথে সেই বাজেট ব্যবহার করবে।
-
- উদাহরণ: আপনার ক্যাম্পেইনের জন্য আপনার মোট বাজেট যদি ১০,০০০ টাকা হয়, আপনি সেই পুরো বাজেটটি একটি Advantage+ ক্যাম্পেইনে রেখে দেবেন।
Andromeda তখন নিজেই বুঝে নেবে কখন কোন অ্যাডটি কোন অডিয়েন্সের কাছে কত টাকা খরচ করলে সবচেয়ে ভালো ফলাফল আসবে। এতে আপনার ম্যানুয়াল কাজ অনেক কমে যাবে এবং ফলাফলও ভালো আসবে।
সংক্ষেপে, আগে আপনি ছিলেন ড্রাইভার, আর এখন ড্রাইভার হলো Andromeda। আপনাকে শুধু তাকে সঠিক উপকরণ (ব্রড টার্গেটিং, বিভিন্ন ক্রিয়েটিভ) দিতে হবে, আর সে আপনার টার্গেট (বেশি বিক্রি, বেশি লিড) পূরণের জন্য সবচেয়ে ভালো এডটি খুঁজে নেবে।
কীভাবে Andromeda Meta AI অনুযায়ী কনটেন্ট দিয়ে সম্পূর্ণ ফেসবুক এড রান করবেন?
আচ্ছা এখন এড চালাতে হলে আপনাকে কন্টেন্টে মনোযোগ দিতে হবে
তাহলে এখন আসল প্রশ্ন হলো কীভাবে কনটেন্ট বানালে সঠিক রিজাল্ট পাওয়া যাবে?
এখন কনটেন্ট থেকে ল্যান্ডিং পেজ আর ল্যান্ডিং পেজ থেকে সেলস পর্যন্ত ৩ টি ধাপ হবে
এই তিনটি ধাপ কমপ্লিট করলে আপনার সেলস ইনশা আল্লাহ নিশ্চিত
তাহলে তিনটি ধাপ কি?
১। কনটেন্ট মোটিভ ক্লিয়ারেন্স
২। অডিয়েন্স থেকে কাস্টমার জার্নিম্যাপ
৩। কনটেন্ট স্ক্রিপ্ট এবং কপিরাইটিং
এই তিনটি ধাপ যে জানবে সে দুনিয়ার যেকোনো প্রোডাক্ট সেল করতে পারবে
আর এইটা Andromeda AI দেয়নি, আজকে থেকে ১০০০ বছর আগেও এই তিনটি জিনিস দিয়েই সেল হতো কিন্তু আপনারা ফেসবুক এডের আদর ভালবাসায় নস্ট হয়ে গিয়েছেন তাই এইগুলা আগে দেখেননি
কিন্তু এখন আপনার ফেসবুক এড হাদিস-কালাম মেনেই আপনাকে চলতে বলছে
এখন পরহেজগার না হয়ে যাবেন কই?
আমি একটি স্টেপ বাই স্টেপ অনলাইনে ইবুক বানিয়েছি সম্পূর্ণ কনটেন্ট মেকিং নিয়ে যা সম্পূর্ণ ফ্রী আপনার জন্য
এই বইয়ে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন কিভাবে একটি পুরনাঙ্গ কনটেন্ট দিয়ে Andromeda AI অনুযায়ী ফেসবুক এড তৈরি করে সেল বাড়াবেন।
সাথে রয়েছে ৫ টি ভিডিও সিরিজ যা সরাসরি এড তৈরিতে আপনাকে ভিজুয়ালি সাহায্য করবে
Andromeda Meta AI 2026 Ebook: https://lockedbusiness.com/andromeda-ebook-lead/
Andromeda নিয়ে ওয়ার্কশপ সেশনের সম্পূর্ণ রেকর্ডিংঃ https://www.youtube.com/watch?v=bRBE3fDGRZ4
যেখানে কীভাবে Andromeda AI কে হার মানিয়ে পারফেক্ট কন্টেন্ট বানাতে হয়।
আর কীভাবে আপনি কাস্টমার জার্নি দিয়ে সেলস ফানেল বানিয়ে রাখলে Andromeda Meta AI সে নিজেই ফানেল অনুযায়ী আপনার প্রতিটা এড বসিয়ে বসিয়ে আপনার লিড অথবা সেলস টার্গেট ঠিক রাখবে।
কিন্তু তার আগে আপনাকে কিছু জিনিস দিয়ে দিয়েছি যা আগে দেখে নিন আর অবশ্যই আমার ব্লগ আরটিকেল কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাবেন|
Wow! So much effective. Thank you so much.
খুবই চমৎকার আলোচনা, এবং সময় উপযোগী গাইডলাইন।
সুনির্দিষ্ট উদাহরণ সহ প্রত্যেকটা বিষয়ে যেভাবে আলোচনা করা হয়েছে তাতে অবশ্যই আমি/আমরা দারুণভাবে উপকৃত হবো।
excellent bro
Alhamdulillah, I’m really interested in your Blog Article.
Iam interested your vlog article.
So much informative
আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে।
Valo laglo
Very satisfied
অনেক সুন্দর মতামত আমার খুব ভালো লাগছে
খুব চমৎকার হয়েছে।।
Very Informative Article !
Very very nice update thank you Facebook AI