বেসিক স্কিল ডেভেলপ করার পর নিজেকে অনেক এক্সপার্ট মনে হয়।
2012 সালে আমি যখন টুকটাক এসইও জানতাম তখন কোন জায়গায় লিংক পোস্ট করে নিজেকে এসইও এক্সপার্ট মনে করতাম এবং ওডেস্ক এ লগইন করে বিড করেই কাজ পাওয়ার ট্রাই করতাম।
যেকোনো জায়গায় লিংক পোস্ট করতে পারলেই নিজেকে এসইও এক্সপার্ট মনে করাটা ছিল আমার প্রথম ভুল।
আমি যখন এসইও একটি কোর্স করে বেসিক শিখতে থাকি তখন বুঝতে পারলাম যে আমি এসইও এর এস বুঝি না।
ইউটিউবে আমরা হরহামেশাই অনেক প্লেলিস্ট দেখে থাকি তখন আমরা ভাবি এই পুরো প্লেলিস্টটা শেষ করলেই আমি এক্সপার্ট হয়ে যাব।
প্লেলিস্টে বিভিন্ন এক্সপার্টরা বিভিন্ন ধরনের বেসিক এবং ছোটখাটো ট্রিকস শিখিয়ে থাকে যা অবশ্যই আমাদের কাজে লাগে কিন্তু ইউটিউবে যা আছে তা অবশ্যই ক্লায়েন্ট অর্গানাইজড ভিডিও না।
ক্লায়েন্ট যা চায় একজেক্টলি তাই থাকে না। বেসিক শেষ করার পর যদি আপনি কাজ শুরু করে ফেলতে চান তাহলে আপনার প্রবলেম টা শুরু হবে।
বেসিক হচ্ছে এক ধরনের এবিসিডি এর মত। এখন এ বি সি ডি শিখাই কি আপনি পুরো একটি শব্দ উচ্চারণ করতে পারবেন?
আপনাকে এবিসিডি শিখে এর সমন্বয় করে আস্তে আস্তে ওয়ার্ড শিখতে হবে। একটি দুটি করে যখন ওয়ার্ড শিখে ফেলবে তখন দেখবেন আস্তে আস্তে যে কোন ওয়ার্ডই আপনি পড়ে উচ্চারণ করে ফেলতে পারছেন।
আসলে মানুষের সমস্যা হল এবিসিডি শিখে অল্প বিদ্যায় নিজেকে অনেক এক্সপার্ট মনে করে কিন্তু যদি কোনো জ্ঞান এর ক্ষেত্রে আপনি অনুসন্ধানে নামেন তাহলে দেখবেন এর পরিধি অনেক বাড়তে থাকবে।
বেসিক শিখার পর আপনাকে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে কিভাবে ইমপ্লিমেন্টেশন করে এর এক্সপেরিয়েন্স বাড়ানো যায়।
তাই গ্রাফিক্স ডিজাইন এ ফটোশপ অথবা ইলাস্ট্রেটর শিখে গ্রাফিক্স ডিজাইনার ভবা, ওয়েবডিজাইন এইচটিএমএল সিএসএস শিক্ষা নিজেকে ওয়েব ডিজাইনার ভাবা,
ভিডিও এডিটিং নিয়ে টুকটাক ভিডিও এডিট করে নিজেকে ভিডিও এডিটর ভাবা,ফেইসবুক এ পোস্ট দিতে পারলেই ফেসবুক এক্সপার্ট ভাবা দুর্দান্ত একটি ভুল।
মনে রাখবেন যদি অন্য কেউ আপনার কাজের প্রশংসা না করে এবং যদি অন্য কারো আপনার কাছে তারা উপকার না হয় তাহলে আপনি কখনোই এক্সপেরিয়েন্স সার্টিফিকেট পাবেন না।
আপনি একজন ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করার পর পরই বুঝতে পারবেন আসলে আপনার অভিজ্ঞতা কতটুকু।
To Be Continue….