গিগ র‍্যাঙ্কিং সিক্রেট

আজকের ব্লগে আপনার গিগ র‍্যাঙ্কিং এর আসল সিক্রেট জানতে পারবেন এবং

আপনার গিগের জন্য কীভাবে কিওয়ার্ড সিলেক্ট করবেন তার কমপ্লিট রিসোর্স পেয়ে যাবেন।

উপড়ের ছবিটি ভালো করে দেখুন, ভালো করে বাম সাইডের ইমেজটি দেখুন আর ডান সাইডের ইমেজটি দেখুন

বাম সাইডে মাত্র খুবই স্বল্প সেলার কয়েকজন মার্কেটে পণ্য বিক্রি করছেন, আর ডান সাইডে ৪ জন কাস্টমারের সামনে ৫ জন সেলার পণ্য বিক্রি করছেন। মানে হচ্ছে ডিমান্ড অথবা কাস্টমারের তুলনায় কম্পিটিশন বেশী।

সবথেকে বড় কথা ডান সাইডের ইমেজে লাল পোশাক পড়া সেলারটি বাম সাইডের দৃশ্যতে একদম নিচে চলে গিয়েছে কারণ উপড়ে অনেক সেলার তার জায়গাটার পজিশন নিয়ে নিয়েছে।

ভেবে দেখুন তো আপনার সাথে মিলে যায় কিনা?

আপনার মাথায় আসতে পারে যেহেতু আমি অনেকদিন ধরে কাজ করছি এবং আমার অনেক গিগ রিভিউ আছে তাহলে ফাইভার কেনো আমার গিগকে র‍্যাঙ্কিং ডাউন করবে? আর আমি তো অন্যদের তুলনায় অনেক এগিয়ে আছি আর আমি কেনো আমার পজিশন ছেরে নিচে যাবো?

এর অর্থ হচ্ছে আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন আপনার কম্পিটিটর হবেই এটা স্বাভাবিক। হতে পারে তারা আপনার বন্ধু অথবা কেউ আপনার দোকানের আইডিয়া দেখে নিয়ে তারা ব্যবসা শুরু করেছে আর যখনই আপনার কম্পিটিটর বাড়বে তখন আপনার কাস্টমারের পরিমাণ কমতে থাকবে। এটা খুবই সাধারণ একটি বিষয় যা আমরা লক্ষ্য করতে চাই না।

ফাইবারের গিগ রাঙ্কিং হারানোর প্রধান কারণ হচ্ছে কম্পিটিশন বেড়ে যাওয়া। আপনার দোকানে যদি কাস্টমারের প্রয়োজন অনুযায়ী ভ্যালু বৃদ্ধি না পায় তাহলে অন্য কম্পিটিটর এর কাছে কাস্টমার চলে যাবে এটাই স্বাভাবিক। যখন কম্পিটিটার বেড়ে যায় ঠিক তখন এই ভ্যালুটা সব সময় ঠিক রাখা খুব দুর্লভ হয়ে পড়ে তাই Amazon, Microsoft, Google এরা এদের কম্পিটিটরদেরকে সবসময় পিছনে ফেলে রাখে নিজের ভ্যালু বৃদ্ধি করে অথবা তারা কম্পিটিশনলেস মার্কেটে নিজের সার্ভিস প্রতিনিয়ত সেল করার চেষ্টা করে।

তাহলে বুঝতে হবে ফাইভারের এলগরিদম মালটা কাজ করে কেমনে?

ফাইবারের অ্যালগরিদম কিভাবে কাজ করে?

ফাইবারের অ্যালগরিদম অনেকগুলো এলিমেন্ট একসাথে ক্যালকুলেট করে তারপর আপনার র‍্যাঙ্কিং নির্ধারণ করে।

আমি দু-একটার কথা বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ সবগুলো একসাথে একটি ব্লগে বলা সম্ভব হবে না তাই হয়তো কোন ওয়ার্কশপ কোন ট্রেনিং অথবা ভিডিওতে বলার চেষ্টা করব আর নিচে একটা ফর্মুলা বলবো যেখানে পুরো বেপারটা বুঝে যাবেন।

ধরুন আপনি যে কি ওয়ার্ডটি সিলেক্ট করেছেন সেই কিওয়ার্ডে ১০০০ জন কম্পিটিটর আছে এখন সেই কম্পিটিটর রেগুলার অর্ডার নেয় এবং তাদের Queue তে অলরেডি ১০ থেকে ১৫ টি অর্ডার রানিং আছে। রিসেন্টলি তারা অনেকগুলো রিভিউ পেয়েছে কিন্তু আপনি একজন নতুন সেলার হিসেবে এই বাঘা বাঘা কম্পিটিটর এর সাথে যদি কম্পিটিশনে গিগ তৈরি করেন তখন আপনার গিগটা রেংকিং হবে না। কারণ ফাইবার তাকেই সুযোগ দিবে যে তাদের বায়ারকে অথবা ক্লাইন্টকে বেশি স্যাটিস্ফাই করতে পারে।

এখন আপনি ওদের সমপরিমাণ অর্ডার পাচ্ছেন, রেগুলার রিভিউ হচ্ছে কিন্তু হুট করে আপনার গিগ আস্তে আস্তে নিচে নামা শুরু হলো।

এর কারণ হচ্ছে হয়তো আপনার কোন কারণে গিগ কেন্সেল হয়েছে, কোন কিছুতে লেট রেসপন্স করেছেন, কোনভাবে ডেলিভারি লেট হয়েছে অথবা বায়ার ইন্টারনাল ফিডব্যাক খারাপ দিয়েছে।

তাহলে সমস্যা কই? আপনি তো আরও অর্ডার নিয়েছেন, প্রায় দিনেই রিভিউ পাচ্ছেন?

সমস্যাটা হলো আপনার সাথে যারা কম্পিটিশনে আছে ঠিক তাদের সবকিছুই ঠিক আছে কিন্তু আপনি যেকোনো একটাতে পিছিয়ে যাওয়ার কারণে সবার থেকে পিছিয়ে আছেন।

 

স্ক্রিনশটে দেখুন আমার সবকিছু একদম পারফেক্ট আছে এখন কোন কারণে যদি আমি Inbox Response Time 2Hrs করে ফেলি তাহলে দেখা যাবে আমার র‍্যাঙ্কিং কমে যাবে কারণ সবকিছু আমার যেমন ঠিক আছে ঠিক তেমনি সবার ঠিক আছে তখন এলগরিথম চেঞ্জ করে করে টাইম অনুযায়ী ক্লায়েন্টের সামনে র‍্যাঙ্কিং শো করছে। 

কিন্তু আমি একটা দিকে পিছিয়ে যাচ্ছি যেমন Inbox Response Time ঠিক তখন আমার নিচে কেউ যদি এই দিক থেকে আমার থেকে বেশী থাকে তখন সে এগিয়ে যাচ্ছে। আর আমার র‍্যাঙ্কিং নিচে নেমে ওইসকল সেলারের সাথে যাচ্ছে যাদের রেসপন্স টাইম 2 Hrs. 

আরেকটা জিনিষ হচ্ছে আপনি হয়তো ভাবছেন আপনার গিগে ২০০+ রিভিউ আছে অথবা ৩০০+ রিভিউ আছে তাহলে আপনি তাদের থেকে বেশী এক্সপেরিয়েন্সড কিন্তু এখানে ফাইভার চিন্তা করে গত ২ মাসে সবথেকে ভালো সার্ভিস কে দিয়েছে ঠিক তাকেই বেশী প্রাধান্য দেয় এবং প্রতি ২ মাসে আপনার পজিশন নির্ধারণ করে ফেলে। যেখানে আপনার লাইফটাইম এচিভমেন্ট কাজ করেনা। এইটা আমার টেস্ট করা অনেক স্টুডেন্ট এবং নিজের প্রোফাইলের গিগ দ্বারা। 

এখন তাঁরা অলরেডি কাজ করছে, রিভিউ পাচ্ছে সেখানে আপনাকে কেনো ফাইভার সুযোগ দিবে? 

যেহেতু আপনি নতুন সেখানে আপনার এরকম কোন ক্রেডিবিলিটি নেই যার কারণে আপনি রেংকিং পাবেন। 

ক্রেডিবিলিটি হচ্ছে আপনার গিগ রিভিউ, গিগ প্রাইস এবং উনি সার্ভিস ফিচার, আপনার সার্ভিসের ইউনিক প্রসেস অথবা রিজাল্ট ইত্যাদি আরও অনেক কিছু আছে। 

যদি দোকান দিয়ে বুঝাই তাহলে আপনি যদি প্রথমে দোকান দিয়ে দিতে পারেন একটা এরিয়াতে তখন কাস্টমার আপনার কাছেই আসবে এবং ততক্ষণই আসবে যতক্ষণ পর্যন্ত আপনার ক্রেডিবিলিটি অথবা আপনার ভ্যালু অন্য দোকানদারদের কাছ থেকেও বেশি থাকবে। আর নতুন কোন দোকানদার যদি আপনাকে পিছনে ফেলতে চায় তাহলে তাকে অবশ্যই আপনার থেকে বেশি ক্রেডিবিলিটি অথবা ভ্যালু দিয়ে আপনার কাস্টমারদের কে ছিনিয়ে নিতে হবে। 

ঠিক তেমনি একজন নতুন সেলার একটা কিওয়ার্ডে হাই কম্পিটিশনের সময় রেংকিং পায়না অ্যালগরিদম এর কারণে। 

অনেক সময় দেখা যায় নতুনরা রেঙ্কিং পেয়ে যায় কারণ ফাইবার অ্যালগরিদম নতুনদের সুযোগ দিয়ে থাকে। তাই আমরা চাইলে এই সুযোগকে কাজে লাগাতে পারি।  

রেংকিং পেতে হলে আপনার তাহলে কি করা প্রয়োজন?

রেংকিং পেতে হলে সোজাসাপ্টা আপনাকে ইউনিক গিগ তৈরি করতে হবে। 

ইউনিক গিগ মানে এইনা যে আপনি উনিক টাইটেল, ডেসক্রিপশন এবং ইমেজ দিয়ে গিগ তৈরি করলেই আপনার গিগ ইউনিক হয়ে যাবে। 

ইউনিক গিগ মানে হচ্ছে যে কিওয়ার্ডে আপনি গিগ তৈরি করলে ওই সার্ভিস ফাইভারে অন্য কেউ দিচ্ছে না। 

আর এর জন্য আপনাকে লো কম্পিটিশন গিগ কিওয়ার্ড বের করে আপনার গিগে র‍্যাঙ্কিং পেতে হবে।  

লো কম্পিটিটিভ কীওয়ার্ড তো বের করলেন কিন্তু সেটাতে যদি ডিমান্ড না থাকে বায়ারের তাহলে সেই কিওয়ার্ডের কোনো value নেই। 

তাই প্রথম ফর্মুলা হচ্ছে

Low Competition+High Demand = Unique GIg For Top Ranking 

লো কম্পিটিটিভ কীওয়ার্ড এবং হাই ডিমান্ড গিগ রিসার্চ করে ইউনিক গিগ খুঁজে বের করাটাই হচ্ছে আসল গেম। 

এখন ডিমান্ডটা কী? 

ডিমান্ড হচ্ছে কাস্টমারের চাহিদা যেমন আপনি যে গ্রামে গেলেন সেই গ্রামে আপনার দোকানে যদি হেলিকপ্টারের পাখা বিক্রি করতে চান তাহলে আপনার কী মনে হয় কেউ আপনার থেকে হেলিকপ্টারের পাখা কিনবে?

কিন্তু অপরন্ত যদি আপনার গ্রামে রিকশা চলাচল করে আর যদি আপনি রিকশার চাকার বেয়ারিং বিক্রি করেন তাহলে আপনি সহজে বিক্রি করতে পারবেন। 

মার্কেট অনুযায়ী এভাবেই ডিমান্ড বুঝতে হবে। 

কোনো সমস্যা নেই আপনাদের জন্য একটি ভিডিও ট্রেইনিং আছে যেখানে বুঝে যাবেন যে কিভাবে ডিমান্ড বুঝে লো-কম্পিটিটিভ  কীওয়ার্ড সিলেক্ট করবেন আপনার গিগ কে রেংক করার জন্য।

ফ্রী ওয়ার্কশপ এ আরও ক্লিয়ারলি জানতে পারবেনঃ 

১। কীভাবে লো-কম্পিটিটিভ ইউনিক কিওয়ার্ড বের করবেন? 

২। কোন কিওয়ার্ডে ডিমান্ড আছে এবং কোনটায় নেই তা কীভাবে বুঝবেন? 

৩। কিওয়ার্ড সিলেক্ট করার পর কীভাবে গিগ এডিট করে কিওয়ার্ডগুলো অপ্টিমাইজ করতে হয়? 

ফ্রী ওয়ার্কশপটি দেখতে ক্লিক করুন

 

Prince Chowdhury

Started Freelancing Career since 2012 and Converted as an Entrepreneur, Business Coach & Marketing Strategy Enthusiast
Join Our Community:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *