SEO-এর ফুলফর্ম বা পুরো নাম হল Search Engine Optimization। যা সরাসরি সার্চ ইঞ্জিনের সাথে সম্পর্কিত। এসইও এমন একটি বিষয় যা আপনার ওয়েবসাইটকে এক প্রকার সার্চ ইঞ্জিনে শীর্ষে আনতে পারে যাতে আমাদের ওয়েবসাইটে ট্র্যাফিক বাড়তে পারে। আপনি যদি এই নিয়মগুলি অনুসরণ করেন তবে আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় প্রদর্শিত হবে। প্রথম পৃষ্ঠায় ওয়েবসাইটটি নিয়ে আসা গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ লোকেরা প্রথম পৃষ্ঠায় আসা ওয়েবসাইটটি দেখতে পছন্দ করেন এবং এর জন্য আমাদের SEO অনুসরণ করতে হবে।যে কোনও সংস্থা বা ব্যক্তি তার ওয়েবসাইট তৈরি করে যাতে সে তার পরিষেবা এবং পণ্য বিক্রি করতে পারে তবে ট্র্যাফিক যদি তার ওয়েবসাইটে না যায় তবে কীভাবে তিনি তার পণ্যটি বিক্রয় করবেন। সুতরাং আমাদের ওয়েবসাইটটি প্রথম পৃষ্ঠায় পাওয়ার জন্য আমাদের সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করতে হবে। যা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে সাহায্য করবে।
SEO কিভাবে করে ?
SEO মূলত দুইভাবে করা যায়
1.On page SEO
2.Off page SEO
এই দুই প্রকার SEO এর কাজ আলাদা আলাদা। তবে দুইটি সমান গুরুত্বপূর্ণ।
অনপেজ SEO এবং কিভাবে কাজ করে?
অন পেজ SEO হচ্ছে যে SEO এর ব্যবহার আমাদের ব্লগে বা ওয়েবসাইটে ব্যবহার করে থাকি। এটা এমন হতে পারে যেমন ব্লগ তৈরি করার সময় এটি সহজ ও প্রথম থিম। ব্লগটিকে SEO এর ফ্রেন্ডলি করে বানানো হয়।আকর্ষণীয় আর্টিকেল লেখা ও তাতে কি কি ওয়ার্ড ডেনসিটি ঠিক রেখে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা হয়। ফোকাস কিওয়ার্ড আর্টিকেল টাইটেল লিংক ও ডেসক্রিপশন এ ব্যবহার করা হয় । অনপেজ SEO করতে অনেক গুলো উপায় রয়েছে যেগুলো আপনার ওয়েবসাইটে লেখায় প্রয়োগ করলে আপনার লেখা হবে SEO ফ্রেন্ডলি এবং তা দ্রুত রেংক করবে। পদ্ধতি গুলো হল
১ ওয়েবসাইটের লোডিং স্পীড দ্রুত করুন।
২ বিস্তারিত আর্টিকেল লিখুন।
৩ ইন্টারনাল এবং এক্সটারনাল লিংক এর ব্যবহার করুন ।
৪ বিশেষ বিশেষ জায়গায় ফোকাস কিওয়ার্ড এর ব্যবহার করুন ।
৫ টেবিল অফ কনটেন্ট এর ব্যবহার করুন ।
৬ Image ALT ট্যাগ অবশ্যই ব্যবহার করুন ।
Off page SEO কি এবং কিভাবে করবেন?
Off page SEO হচ্ছে এমন কিছু কাজ যা অামরা আমাদের ওয়েবসাইটে করতে পারিনা।৷ off page SEO করতে হবে ব্লগ বা ওয়েবসাইটের বাইরে।আপনার ওয়েবসাইটে off page SEO করার জন্য সবচেয়ে ভাল কিছু পদ্ধতি কথা বলব 1.ব্লগ বা ওয়েবসাইট গুলো search engine জমা দিন
2.Social media তে প্রফাইল তৈরি করুন।
3.Backlink তৈরি করুন।
4.Directory submissions ইউজ করুন ।
5.Guest posting এর মাধ্যমে backlink বানিয়ে।
আপনারা যদি এই পদ্ধতিগুলো ব্যবহার করে শুরু করতে পারেন তাহলে অতি তাড়াতাড়ি আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিন এর প্রথম পৃষ্ঠায় নিয়ে যেতে পারবেন।